দু’দিন পর ঘেরাও মুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। শর্তসাপেক্ষে ঘেরামুক্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সূত্রের খবর, হাইকোর্টে মামলার কারণে ছাড়া হয়েছে তাঁকে। বুধবার মামলার শুনানিতে সশরীরে হাজির থাকতে হবে এসএসসির চেয়ারম্যানকে। তাই ছাড় দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এসএসসির অফিস আচার্য সদনে ঢুকেছিলেন চেয়ারম্যান। এর পর দু’ রাত সেখানেই কেটেছে তাঁর। প্রথম রাত কেটেছে ক্রিমক্র্যাকার বিস্কুট আর মিনারেল ওয়াটারে। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের জন্য বরাদ্দ ছিল শুধু নুন চিনির জল।
যদিও পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনীশ সরকার চাকরিহারাদের সঙ্গে কথা বলেন। এসএসসির চেয়ারম্যানের বয়স ৬৫ বছর। তা ছাড়া মানবাধিকারের বিষয়টিও রয়েছে। তাই ঘেরাও চললেও এসএসসি ভবনে খাবার–ওষুধ প্রবেশে আপত্তি করেননি আন্দোলনকারীরা।
এরই মধ্যে বুধবার আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এসএসসির চেয়ারম্যানের উপস্থিত থাকা সেখানে অত্যন্ত জরুরি। ঘেরাওমুক্ত করার জন্য তিনি বার বার আবেদনও করেন। তা হলেই তিনি হাইকোর্টে যেতে পারবেন। এর পরই দেখা যায় আজ সকালে এসএসসি ভবন থেকে বেরিয়ে আসছেন সিদ্ধার্থ মজুমদার।