• Breaking News Live: ‘৪২ ঘন্টা জলস্পর্শ করিনি’, ডিরোজিও ভবনের সামনে অনশনে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • ডিরোজিও ভবনের সামনে অনশনে বসেছেন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। নিজেদের ‘যোগ্য’ দাবি করে তাঁরা বললেন, চাকরি ফেরাতেই হবে। ৪২ ঘন্টা জলস্পর্শ করিনি’।

    কয়েকদিনের মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। প্রস্তুতি তুঙ্গে। এই আবহে কাঁথির মহকুমা শাসক বদল করা হল। কাঁথির মহকুমা শাসক ছিলেন সৌভিক ভট্টাচার্য। তাঁর বদলে নতুন মহকুমাশাসক হচ্ছেন ধূমাল প্রতীক অশোক। তিনি রাজ্য নগরোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব ছিলেন।

    কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ক্ষোভে ফুটছে গোটা দেশ। কাউকে রেয়াত করা হবে না বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে সর্বদল বৈঠকের দাবি তুললেন বিরোধীরা।

    দিল্লিতে নেমেই উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদী। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং অন্যান্য আধিকারিক। পহেলগামে জঙ্গি হামলার পরই সৌদি সফর কাঁটছাট করে বুধবার সকালে দিল্লি ফেরেন মোদী। তারপরই যোগ দেন বৈঠকে।  

    বুধবার সকালে দিল্লি ফিরলেন নরেন্দ্র মোদী। পহেলগামে জঙ্গি হামলার পরই সৌদি সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। এ দিন ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর।  

    ২৬ হাজার নিয়োগ বাতিল নিয়ে আদালত অবমাননার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে।  শিক্ষা দপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যান,শিক্ষা দপ্তরের কমিশনারকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আজ বুধবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 

    জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রস্ত্র পহেলগাঁও। এলোমেলো হয়ে গিয়েছে জনজীবন। পর্যটকরা উপত্যকা ছাড়তে মরিয়া এই পরিস্থিতিতে শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বই পর্যন্ত অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। দিল্লির বিমান সাড়ে ১১টায় এবং মুম্বইয়ের বিমাম দুপুর ১২টায়। বুকিং শুরু হয়েছে।  

    পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গী হামলায় নিহত ২৬ বছর বয়সী নেভি অফিসার বিনয় নারওয়াল। ৪ দিন আগেই বিয়ে হয়েছিল। স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। আচমকাই জঙ্গি হামলা। তাঁর স্ত্রী বলেন, ‘ভেলপুরি খাচ্ছিলাম। তখনই বন্দুক নিয়ে হাজির হয় কয়েকজন। বলে, ও মন হয় মুসলিম নয়, তারপরই গুলি চালিয়ে দেয়।’

    দু’রাত কেটে গিয়েছে। এখনও আন্দোলনে চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে অবস্থানে রয়েছেন তাঁরা। যোগ্য অযোগ্য তালিকে প্রকাশ করতেই হবে। দাবি থেকে সরছেন না চাকরিহারারা।   

  • Link to this news (এই সময়)