পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বাংলার তিন বাসিন্দার, কাশ্মীরে ঘুরতে গিয়ে ফেরা হল না আর...
আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আনন্দে সময় কাটাতে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না বাড়িতে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন পর্যটনস্থলে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন। এর মধ্যে দু'জনের বাড়ি কলকাতায় এবং অপরজন পুরুলিয়ার বাসিন্দা।
বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। ৫২ বছরের সমীর তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করে জঙ্গিরা। সমীরের স্ত্রী শর্বরী গুহ জানান, সকলের মুখে মাস্ক ছিল। সকলের হাতে বন্দুক ছিল। আমাদের মাটিতে শুয়ে পড়তে বলে। এরপরেই বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। আমরা ফিরে এসেছি। স্বামীকে ওখানেই রেখে আসতে হয়েছে।
একই পরিণতি হয়েছে পাটুলির বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর। ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে কাজ করতেন বিতান। স্ত্রী-ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। ১৬ এপ্রিল তিনজনে জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। ২৪ এপ্রিল তাঁদের ফেরার কথা ছিল। তবে বিতানের স্ত্রী-ছেলে সুস্থ রয়েছেন। বিতানের স্ত্রী-র সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন পুরুলিয়ার বাসিন্দা মনীশরঞ্জন মিশ্র। তিনি ঝালদা পৌরসভা এলাকার ৫নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে কাজ করতেন তিনি। কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। আগে রাচিঁতে ছিলেন। সম্প্রতি বদলি হয়েছিলেন হায়দরাবাদে। স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন। গতকালই পরিবার নিয়ে কাশ্মীরের পাহেলগাঁওতে বেড়াতে গিয়ে ছিলেন। সেখানেই সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন। পরিবারের অন্যান্য সদস্যদেরও ঝালদা থেকে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়েছিলেন। ডালটনগঞ্জের কাছেই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরেই পরিবারের সদস্যরা বুধবার ভোরে ফিরে এসেছেন বাড়িতে।