• দু'টি বাইকের মুখোমুখি সজোরে সংঘর্ষ, বনগাঁয় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাইক দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা সড়কে। মঙ্গলবার রাতে দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক যুবক। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

    গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা অমলেন্দু কুণ্ডু মঙ্গলবার রাত ১০টার পরে তাঁর দোকান বন্ধ করে, আর্বজনা ফেলতে কৃষ্ণচন্দ্রপুরের দিক থেকে হেলেঞ্চার দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কৃষ্ণচন্দ্রপুর এলাকাতে। দুই বাইকে থাকা তিনজনই রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    হাসপাতালে অমলেন্দু কুণ্ডু(৪১) ও অন্য বাইকের চালক অমিত বিশ্বাসের (২২) মৃত্যু হয়। অমিতের সঙ্গে থাকা সুবীর চৌধুরী গুরুতর আহত অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের আরও দাবি, অমিতের বাইক দ্রুত গতিতে যাচ্ছিল। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে। 

    স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, 'এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হোক এবং এই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক প্রশাসন।' 
  • Link to this news (আজকাল)