বাবুল হক, মালদহ: রাত পাহারা দেওয়ার সময় দুষ্কৃতীদের হাতে যুবক খুন! ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মালদহের ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুর এলাকায়। বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামেন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে দফায় দফায় চলে বিক্ষোভ। সব মিলিয়ে উত্তপ্ত মালদহ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শিবু মণ্ডল। তাঁর বয়স ২৭ বছর। মালদহের ইংরেজবাজার থানার অমৃতির সেকেন্দারপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, নিয়মিত ওই এলাকায় রাতে পাহারা দেন এলাকারই যুবকেরা। মঙ্গলবার রাতে পাহারা দিচ্ছিলেন শিবু মণ্ডল ও সূর্য মণ্ডল। সূত্রের খবর, সেই সময় একদল যুবক গ্রামে ঢোকে। তাঁদের দেখে সন্দেহ হয় শিবু ও সূর্যের। স্বাভাবিকভাবেই এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চান তাঁরা। অভিযোগ, তখনই নাকি ওই যুবকেরা শিবু ও সূর্যের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে।
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জনই। গ্রামবাসীরা জখম দুই যুবককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা শিবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই অমূর্তির সেকেন্দারপুরের বাসিন্দারা মালদহ-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন তাঁরা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা শীঘ্রই গ্রেপ্তার হবে।