‘এখনও বিশ্বাস হচ্ছে না’, বৈসরনের আগে শিবমন্দির যাত্রাই প্রাণ বাঁচাল কৃষ্ণনগরের দম্পতির
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন কৃষ্ণনগরের দম্পতি। মঙ্গলবার দুপুরে যাওয়ার কথা ছিল ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে কথায় আছে, ভাগ্যে যা আছে তা আটকাবে কে! ঘটনাচক্রে বৈসরনে যাওয়ার আগে শিব মন্দির দর্শনে গিয়েছিলেন দম্পতি। তখনই জানতে পারেন, জঙ্গি হানায় রক্তাক্ত ‘মিনি সুইজারল্যান্ড’। আতঙ্কে কার্যত কাঁটা দম্পতি। যে কোনও মূল্যে এখন বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। বলছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]