• পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত বেহালার বাসিন্দা, রাজ্যে অন্তত ৩ জনের মৃত্যু
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় আরেক বাঙালির মৃত্যুর কথা জানা গেল। নিহতের নাম সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা। এই নিয়ে রাজ্যে তিনজনের মৃত্যুর কথা জানা গেল মঙ্গলবারের জঙ্গি হামলায়। এর আগে কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর কথা জানা গিয়েছিল। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে।

    এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। আরেকজন পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। কর্মসূত্রে আইবি অফিসার মণীশ সপরিবারে হায়দরাবাদের অফিসার থাকতেন বলে জানা গিয়েছেন। বেহালার সমীর গুহর নাম উঠে আসার ফলে এখনও পর্যন্ত রাজ্যের তিনজনের মৃত্যুর কথা জানা গেল। যদিও প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় প্রথম দু’জনের নাম থাকলেও সমীরের নাম নেই। 

    উল্লেখ্য, বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। সূত্রের দাবি, মৃতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন। 

    নৃশংস জঙ্গি হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই মৃতের তালিকা প্রকাশ করা হয়েছে সরকারিভাবে। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সি নৌসেনা আধিকারিক লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। মৃতের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ, কর্নাটক, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, ওড়িশার বাসিন্দারা। এছাড়া, নেপাল ও আরব আমিরশাহীর বাসিন্দা দুই বিদেশিকেও হত্যা করেছে জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন এক আইবি আধিকারিকও।
  • Link to this news (প্রতিদিন)