যাওয়ার কথা ছিল পহেলগামে। সিদ্ধান্ত বদল হয়। স্বামী-স্ত্রী মিলে ঘুরতে যান বৈসরনেরই এক শিব মন্দিরে। সেই সিদ্ধান্ত বদলই এ যাত্রায় বাঁচিয়ে দিল দম্পত্তিকে। নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি বুধবার ভিডিয়ো বার্তায় জানালেন, ‘তাঁরা নিরাপদে রয়েছেন।’ দু’জনেই বর্তমানে শ্রীনগরের একটি হোম স্টেতে রয়েছেন।
কৃষ্ণনগরের বউবাজার এলাকার সুদীপ্ত দাস ও তাঁর স্ত্রী দেবশ্রুতি দাস কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। একটি ভিডিয়ো বার্তায় সুদীপ্ত জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা বৈসরনের এক শিব মন্দিরে যান পুজো দিতে। তাঁদের পহেলগামেই যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় তাঁরা পহেলগামে না গিয়ে মন্দিরে পুজো দিতে চান।
বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছেন কাশ্মীর। মধুচন্দ্রিমা করতে গিয়ে যে এমন অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেননি। ভিডিয়ো বার্তায় সুদীপ্ত বলেন, ‘আমরা নিরাপদে আছি। আমাদের কোনও ক্ষতি হয়নি। ভগবানের অশেষ কৃপা, আমরা কোনও সমস্যায় পড়িনি। আমরা এখন শ্রীনগরে আছি।’
বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছেন কাশ্মীর। মধুচন্দ্রিমা করতে গিয়ে যে এমন অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেননি। ভিডিয়ো বার্তায় সুদীপ্ত বলেন, ‘আমরা নিরাপদে আছি। আমাদের কোনও ক্ষতি হয়নি। ভগবানের অশেষ কৃপা, আমরা কোনও সমস্যায় পড়িনি। আমরা এখন শ্রীনগরে আছি।’