• অনশনের ৪৪ ঘণ্টা পার, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি Group C-র চাকরিহারা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর নিবেদিতা ভবনে অনশনে বসেছেন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন তাঁদেরই একজন। কৌশিকরঞ্জন মণ্ডল নামে ওই গ্রুপ সি কর্মীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ‘যোগ্য’ গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীরা অনশনে বসেছেন মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ভিতরে। প্রায় ৪৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে অনশনের। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের দাবি, যাঁরা যোগ্য, তাঁদের সবেতনে পদে ফেরাতে হবে।

    অনশনকারীদের দাবি, ৪৪ ঘণ্টা পার হয়ে গেল অনশনের, অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে নন-টিচিং যোগ্যদের জন্য কোনও বার্তা এল না। তাঁদের আরও দাবি, এসএসসির একটি নোটিসের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, টেন্টেড নন এমন শিক্ষকরা এ মাসের বেতন পেলেও, তাঁরা বেতন পাবেন না।

    অনশনকারীদের প্রশ্ন, ‘আমরা নন-টিচিং স্টাফ বলেই কি আমাদের সঙ্গে এমন আচরণ? আমাদের বেতন চাই। যোগ্য-অযোগ্যের তালিকাও চাই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কী ভাবে আমাদের ফিরিয়ে আনা হবে, সে বার্তাও আমাদের দিতে হবে। না হলে আমাদের এই আমরণ অনশন চলবে।’

    এরই মধ্যে আজ সকালে কৌশিকরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে এসএসসি ভবনের সামনে অভয়া মঞ্চের এক চিকিৎসক জল, ORS, ওষুধ নিয়ে সেখানে যান। যদিও তাঁর ভিতরে প্রবেশ নিয়ে কিছু একটা সমস্যা তৈরি হয়। তবে পরে তিনি ভিতরে প্রবেশ করেন। আসেন বিধাননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকও। কৌশিকরঞ্জনকে পুলিশের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • Link to this news (এই সময়)