• ‘কাশ্মীরে কিছুই ঠিক হয়নি’, আতঙ্কের গ্রাসে পরিবার, সমীরের নিথর দেহ ফিরবে বেহালার বাড়িতে
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • বুধবারই ফেরার কথা ছিল। সঙ্গে নিয়ে আসার কথা ছিল অফুরন্ত আনন্দ, মনমুগ্ধকর প্রাকৃতিক শোভার স্মৃতি। বেহালার সখেরবাজারের বাড়িতে ফিরবে সমীর গুহের নিথর দেহ। স্ত্রী-মেয়েও ফিরছেন। সঙ্গে জমাট বাঁধা আতঙ্ক আর একরাশ হতাশা। এ দিন সন্ধ্যায় সমীরের দেহ ফিরবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

    জঙ্গি হামলার খবর পাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। সমীরের শ্যালক জানান, রাত ৩টে নাগাদ বাড়িতে একটি ফোন আসে। এক গাড়ি চালকের ফোন থেকে সমীরের স্ত্রী শবরী দুঃসংবাদ জানান। কথা বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। সেই থেকে আজ সকাল পর্যন্ত নতুন করে কথা হয়নি।

    সমীরের শ্যালক বলেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। ঘুরতে গিয়ে এরকম হবে কেউ ভাবতে পারেননি। দুর্ঘটনা ঘটলে অন্য বিষয়, কিন্তু এরকম জঙ্গি হামলায় মারা যেতে হবে, সেটা ভাবা যায় না।’ কাশ্মীরে সেই পুরোনো আতঙ্কের পরিবেশ ফিরে আসায় স্তম্ভিত পরিবার। তিনি বলেন, ‘কাশ্মীরে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ঘটেনি। আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে গিয়েছে। এই ঘটনাটা প্রমাণ করে দিল কাশ্মীরে কিছুই ঠিক হয়নি।’

    বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। সমীরের বাবা-মা প্রয়াত হয়েছেন। ছত্তিসগড়ে রায়পুরে তাঁর এক দাদা থাকেন। গত ১৬ এপ্রিলের মেয়ে শুভাঙ্গীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান সমীর। বেড়ানোর শখ রয়েছে দীর্ঘদিন ধরে। ছুটি পেলেই পরিবারকে নিয়ে বেড়াতে ভালোবাসতেন। তবে কাশ্মীর যাত্রা জীবনে প্রথম। আবার শেষও।

  • Link to this news (এই সময়)