আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আগামী চারদিন, অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। তারপর ফের আবহাওয়ার রূপবদল হবে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরমের হলুদ সর্তকতা রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দুর্ভোগ একটানা জারিই থাকবে। টানা সাতদিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।