নিজস্ব প্রতিনিধি, মালদহ: স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় গৃহবধূকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার সাতঘড়িয়া এলাকায়। স্বামী ও শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বধূ।নির্যাতিতা মহিলার অভিযোগ, ন'বছর আগে তাঁর বিয়ে হয়। দিন সাতেক আগে স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি জানতে পারেন তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরেই তিনি প্রতিবাদ করলে, বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলতে কার্পণ্য করছেন না স্থানীয়রাও। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিস।