ইংলিশবাজারে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, সকাল থেকে রণক্ষেত্র এলাকা
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের ইংলিশবাজারে ফের যুবককে পিটিয়ে খুন। মৃতের নাম শিবু মণ্ডল। অভিযোগ, কিছুদিন ধরেই ইংলিশবাজারের অমৃতি অঞ্চলের সিকান্দারপুরে চুরির ঘটনা ঘটছিল। গ্রামবাসীরা এ বিষয়ে পুলিসকে জানানোর পাশাপাশি নিজেরাও রাতে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেয়। আর সেই পাহারা দিতে গিয়েই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মঙ্গলবার রাতে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবকদের উপর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন যুবক গুরুতর জখম হয়। পাশাপাশি মৃত্যু হয় শিবু মণ্ডল নামে এক ব্যক্তির। এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় অমৃতির সিকান্দারপুর এলাকা। একাধিক জায়গায় মালদহ মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এমনকি বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিস প্রশাসন প্রথম থেকেই ব্যবস্থা গ্রহণ করলে শিবু মণ্ডলের এমন মৃত্যু হত না। সূত্র মারফত জানা গিয়েছে, উত্তপ্ত পরিস্থিতি বাগে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিস।