প্রবীর চক্রবর্তী: আজ সন্ধ্যাতেই ফিরছে কাশ্মীরে জঙ্গিহানায় নিহত কলকাতার বাসিন্দা বিতান চৌধুরী ও সমীর গুহের মরদেহ। জানালেন অরূপ বিশ্বাস। তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে পুরো বিষয়টি তদারকি করছেন। অরূপ বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রীর গোচরে সবটা আনা হয়েছে। তিনি তদারকি করছেন। আজকে রাত সাড়ে আটটায় দুই সহ নাগরিকের মরদেহ আসবে।"
অরূপ বিশ্বাস আরও বলেন, "আমার ওয়ার্ডে মর্মান্তিক ঘটনা। বিতানের বয়স মাত্র ৪০। কী অপরাধ করল তারা ভূস্বর্গে বেড়াতে গিয়ে? উগ্রপন্থার স্বীকার হলেন।" কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তোপ দাগেন, "আর কতদিন চলবে এই সব? যারা দেশ দেখেন, তাঁরা জবাব দিন। পর্যটকদের ওপর এই অত্যাচার। ইন্টিলেজেন্স তাহলে কী করছে? প্রত্যেক জায়গায় গাফিলতি তো আছেই। নিরাপত্তার এত গাফিলতি কেন? সাধারণ মানুষ সব-ই বুঝতে পারছেন। বিজেপি যা বলে তা করে না। আর যা করে তা বলে না।"
ভূ-স্বর্গ কাশ্মীরে সপরিবারে ঘুরতে গিয়ে জঙ্গিহানায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটার বিতান চৌধুরী। বিতান অধিকারী কর্মসূত্রে থাকতেন মার্কিন যুক্তরাষ্টের ফ্লোরিডায়। ৮ এপ্রিল স্ত্রী সোহিনী অধিকারী ও ছেলে রিদানকে দেশে ফেরেন। তারপর ১৬ এপ্রিল সপরিবারে কাশ্মীর ঘুরতে যান। আগামিকাল, ২৪ এপ্রিল-ই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার দুপুরে জঙ্গিহানা উলটপালট করে দিয়েছে সব হিসেবনিকেশ। পাটুলির অধিকারী বাড়িতে এখন শুধুই কান্নার রোল। হতভাগ্য বাবা-মায়ের বুকফাটা অসহায় আর্তনাদ।
অন্যদিকে, পহেলগাঁও হামলায় নিহত হয়েছেন বেহাার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহও। পেশায় তিনি ছিলেন সাবঅর্ডিনেট স্যাটিসটিক্যাল সার্ভস নামে এক সংস্থার স্ট্যাটিসটিক্য়াল অফিসার ছিলেন। গত ১৬ এপ্রিল সমীরবাবু তাঁর স্ত্রী শর্বরী গুহ ও মেয়ে শুভাঙ্গীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। ফিরে আসার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা।