• ‘পাশে আছি’, পহেলগাঁওয়ে নিহত পুরুলিয়ার মণীশের পরিবারের সঙ্গে ফোনে কথা মমতার
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পহেলগাঁওয়ের ঘৃণ্য জঙ্গিহানায় স্ত্রী, সন্তানের চোখের সামনে ঝাঁজরা পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    নিহত মণীশের ভাই বিনীত জানান, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর কাছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। বিনীত জানান, মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দেন। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ফোনে করেন তাঁদের। নিহত মণীশের বাড়িতে এদিন জেলা বিজেপি সভাপতি গৌতম রায়ও যান। শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

    নিহত মণীশরঞ্জন মিশ্র পুরুলিয়ার ঝালদা পুরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন গোয়েন্দা বিভাগের আধিকারিক। তিনি হায়দরাবাদে কর্মরত। হায়দরাবাদ থেকেই তাঁর পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। একইভাবে মণীশের দুই ভাইয়েরও বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। সেখানেই মণীশের পরিবার-সহ বাকি দুই পরিবারের মিলিত হওয়ার কথা ছিল বুধবার। আর মণীশের পরিবার কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী চলে যেতেন। তবে তার আগেই সব শেষ। মণীশের ভাই বিনীত মিশ্র বলেন, “মঙ্গলবার বিকেলে খবরটা পাই। আমাদের বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। দাদা পরিবার নিয়ে কাশ্মীর থেকে সেখানেই আসতেন। যাওয়ার পথেই মর্মান্তিক ঘটনার খবর পাই। ” দুঃসংবাদ পাওয়ামাত্র কান্নায় ভেঙে পড়েন মণীশের বাবা-মা। সকাল থেকেই কেন্দ্রীয় অফিসারের বাড়িতে ভিড় উপচে পড়ছে। বুধবার রাতেই দেহ কলকাতায় ফেরার কথা। আপাতত কফিনবন্দি দেহ ফেরার অপেক্ষায় শোকস্তব্ধ পরিজনেরা।
  • Link to this news (প্রতিদিন)