দুর্বল হয়েছে রাস্তা, সংস্কারের জন্য ১৪০ দিনের জন্য বন্ধ গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি : সেতু সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সেজন্য জরুরি ভিত্তিতে উত্তরবঙ্গের গজলডোবায় তিস্তা ব্যারেজের সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪০ দিন। নির্দিষ্ট এই সময়ের মধ্যে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু পথ সংস্কারের কাজ চলবে। একই সঙ্গে ব্যারেজেরও খুটিনাটি সংস্কার কাজ শেষ করা হবে বলে খবর। আর সেজন্য বন্ধ থাকবে ব্যারেজের উপর দিয়ে যানবাহন চলাচল।
মঙ্গলবার এই নিয়ে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বৈঠক শেষে রাস্তা বন্ধ রাখার খবর জানানো হয়। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, ২৭ তারিখ থেকে কাজ শুরু হবে। আশপাশের মানুষজনকে আগাম এই খবর জানাতে সংশ্লিষ্ট বিডিও এবং পঞ্চায়েত প্রধানদের প্রয়োজন পদক্ষেপ করতে বলা হয়েছে।
নব্বইয়ের দশকে তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজ তৈরি হয়। বর্ষায় পাহাড়ের অতিরিক্ত জল ধরে রেখে বন্যা প্রতিরোধ এবং শীতের সময় সেচ খালের মাধ্যমে কৃষকদের জল সরবরাহ করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সময়ের প্রয়োজনে তিস্তা নদীর ব্যারেজের উপরের সেতু পথ হয়ে উঠেছে শিলিগুড়ি এবং ডুয়ার্সের ওদলাবাড়ি ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম পথ। এদিকে যানবাহনের চাপে দুর্বল হয়ে পড়েছে ব্যারেজের রাস্তা। তার উপর ২০২৩ সালে সিকিম পাহাড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের চাপ ও সহ্য করতে হয়েছে ব্যারেজকে। তাতে ব্যারেজের বেশ কিছু অংশে বর্ষার আগেই সংস্কার প্রয়োজন বলে খবর।
জানা গিয়েছে, ব্যারেজের উপর সেতু সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। পাশাপাশি ব্যারেজ রক্ষণাবেক্ষণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। জুন, জুলাই ভারী বর্ষার সময়। তার আগেই মে মাসের মধ্যে খুটিনাটি কাজ শেষ করে ফেলা হবে। তবে রাস্তা মেরামতিতে সময় লাগবে প্রায় পাঁচ মাস। সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, ১৪০ দিন সময় ধরা হয়ে। ২৭ তারিখ থেকে কাজ শুরু হবে। সেই সময় ব্যারেজের রাস্তায় যানচলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।