• ‘এখনও বিশ্বাস হচ্ছে না’, বৈসরনের আগে শিবমন্দির যাত্রাই প্রাণ বাঁচাল কৃষ্ণনগরের দম্পতির
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন কৃষ্ণনগরের দম্পতি। মঙ্গলবার দুপুরে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে কথায় আছে, ভাগ্যে যা আছে তা আটকাবে কে! ঘটনাচক্রে বৈসরনে যাওয়ার আগে শিবমন্দির দর্শনে গিয়েছিলেন দম্পতি। তখনই জানতে পারেন, জঙ্গি হানায় রক্তাক্ত ‘মিনি সুইজারল্যান্ড’। আতঙ্কে কার্যত কাঁটা দম্পতি। যে কোনও মূল্যে এখন বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা। বলছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না।”
  • Link to this news (প্রতিদিন)