• হাই কোর্টে আদালত অবমাননার মামলা ভিত্তিহীন! ২৬ হাজার চাকরি বাতিলে সওয়াল স্কুল শিক্ষাদপ্তরের
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায়: চাকরি বাতিল ইস্যুতে আদালত অবমাননার মামলা ভিত্তিহীন। হাই কোর্টে এমনই দাবিতে সওয়াল করল স্কুল শিক্ষাদপ্তর। পরবর্তী শুনানিতে আবেদনকারীকেই এবিষয়টা স্পষ্ট করতে হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের। ফলে বলা যায়, সাময়িক স্বস্তিতে স্কুল শিক্ষা দপ্তর ও এসএসসি।

    কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেই চলতি মাসের শুরুতেই ২০১৬ সালের এসএসসির প্য়ানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বদলও করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ‘দাগি’ চাকরিহারাদের বেতন ফেরানো-সহ একাধিক নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশগুলো কেন কার্যকর হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। সেই মামলার শুনানিতে এদিন স্কুল শিক্ষাদপ্তর বলে,  চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকলেও কলকাতা হাই কোর্ট যা যা বলেছিল, তার কিছুটা পরিবর্তন করেছে শীর্ষ আদালত। ফলে মামলা করলে সুপ্রিম কোর্টে করতে হবে বলে দাবি করে তাঁরা।

    যদিও আবেদনকারীদের মধ্যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, যেহেতু নির্দেশের বিষয়বস্তুর উপর ব্যাপক অর্থে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা হাই কোর্টের রায়ের মূল উদ্দেশ্যে কোনও পরবর্তী সুপ্রিম কোর্ট করেনি, তাই কলকাতা হাই কোর্টে এই মামলা করা যায়। আগামী শুনানিতে এই মামলাকারীদের এসংক্রান্ত তথ্য পেশের নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)