• পহেলগাঁও হামলায় নিহত সমীর গুহর বেহালার বাড়িতে ফিরহাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) নিহত সমীর গুহর বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা কাপুরুষের মতো কাজ।” কেন্দ্রকেও নিশানা করলেন তিনি। 

    এখনও পর্যন্ত জঙ্গি হানায় রাজ্যের তিন জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বেহালার সমীরের পাশপাশি রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। বিতানের বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। অন্যদিকে, পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন কর্মসূত্রে আইবি আধিকারিক। সপরিবারে তিনি হায়দরাবাদে থাকতেন বলে জানা গিয়েছেন। যদিও প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় বিতান এবং মণীশরঞ্জনের নাম থাকলেও সমীরের নাম নেই। 

    উল্লেখ্য, বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। সূত্রের দাবি, মৃতদের মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন।  

    নৃশংস জঙ্গি হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই মৃতের তালিকা প্রকাশ করা হয়েছে সরকারিভাবে। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সি নৌসেনা আধিকারিক লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। মৃতের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ, কর্নাটক, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, ওড়িশার বাসিন্দারা। এছাড়া, নেপাল ও আরব আমিরশাহীর বাসিন্দা দুই বিদেশিকেও হত্যা করেছে জঙ্গিরা।
  • Link to this news (প্রতিদিন)