• বৈষ্ণোদেবীতে ছেলের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, বার বার জ্ঞান হারাচ্ছেন মণীশের মা, থম মেরে বসে বৃদ্ধ বাবা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন মণীশরঞ্জন মিশ্র। পুরুলিয়ার ঝালদা শহরের বাসিন্দা ছিলেন মণীশ। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আইবিতে কর্মরত ছিলেন তিনি। হায়দরাবাদে পোস্টিং ছিলেন। পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মণীশ। সেখান থেকে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল তাঁর। ঝালদা থেকে যাওয়ার কথা ছিল মা, বাবারও। সব ঠিক থাকলে মঙ্গলবার রওনা দিতেন। রওনা দিয়েওছিলেন। তবে রাস্তায় খবর আসে, কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে। তাতেই নিহত হয়েছেন মণীশ। মণীশের দেহও ঝালদায় ফিরবে, জানালেন তাঁর ভাই। তবে দেহ ফিরতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে।

    বিহারের রোহতাসে আসল বাড়ি হলেও ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকায় বহুদিন ধরেই মণীশরা থাকতেন। তাঁর বাবা মঙ্গলেশ মিশ্র ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বেশ কয়েক বছর হলো অবসর নিয়েছেন।

    মঙ্গলবার মণীশের কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী রওনা হওয়ার কথা ছিল। এ দিকে ঝালদা থেকে তাঁর মা, বাবা, ভাই রওনা দেন সেই পথেই। তবে রাস্তায় ফোন আসে। ততক্ষণে ‘ব্রেকিং নিউজ’ শুনে ঝালদার বাড়ির সামনে পাড়ার মানুষের ভিড়।

    মণীশের ভাই বিনীত বলেন, ‘আমরা বেরিয়েও পড়েছিলাম। মাঝ রাস্তায় এমন খবর আসবে ভাবতেও পারছি না।’ সকাল থেকে প্রতিবেশীদের ভিড় বাড়ির সামনে। মণীশের মা থেকে থেকেই সংজ্ঞা হারাচ্ছেন। থম মেরে বসে আছেন বৃদ্ধ বাবা। এ রাজ্যের মোট তিন জন জঙ্গি হানায় নিহত। এর মধ্যে দু’জন কলকাতার— পাটুলি বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, সখেরবাজারের সমীর গুহ। আজ রাতেই কলকাতা বিমানবন্দরে কফিনবন্দি দেহ এসে পৌঁছবে তাঁদের। তবে মণীশের দেহ হয়তো বৃহস্পতিবার ফিরবে, অনুমান পরিবারের।

  • Link to this news (এই সময়)