আজকাল ওয়েবডেস্ক: গুলি করে খুন করা হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে। আজ, বুধবার সকালে তাঁর গুলিবিদ্ধ, রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বাদশ শ্রেণির ছাত্র খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে।
ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আকন্দবাড়িয়া সুলতানপুরে সাইলাপুর এলাকায়। এই এলাকা থেকেই আজ দ্বাদশ শ্রেণির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার পেটে গুলি করে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ(১৮)।সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার রাত থেকেই সে নিখোঁজ ছিল।বুধবার সকালে নওদা বিনপাড়ার বাসিন্দারা তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।