নাবালিকাকে অপহরণ, আটকে রেখে শারীরিক সম্পর্কের অভিযোগ, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তর ...
আজকাল | ২৪ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে শারীরিক সম্পর্কের অভিযোগ। অন্তঃসত্বা হয়ে পড়ে নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ।
বুধবার জলপাইগুড়ির পকসো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন। এদিন পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন ধুপগুড়ি থানায় ঘটনাটির অভিযোগ দায়ের হয় ২০২১ সালের ২৯ জানুয়ারি। ভয় দেখিয়ে অপহরণ, আটকে রেখে শারীরিক সম্পর্ক স্থাপন করে নাবালিকার পূর্ব পরিচিত এক আত্মীয়। নাবালিকার পরিবারের তরফে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রায় এক মাস পরে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
এদিন ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।