জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ, যুবককে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে ২০ বছর কারাদণ্ডের সাজা দিল আদালত। বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর এই সাজা ঘোষণা করেছেন।জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের। ওই বছর ২৯ জানুয়ারি ধূপগুড়ি থানায় এক নাবালিকার নিখোঁজ ডায়রি করে পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় একমাস পর মেয়েটির খোঁজ পায় পুলিস। জানা যায়, ধূপগুড়ির একটি বাড়িতে মেয়েটিকে আটকে রেখেছিল অভিযুক্ত। সেখানেই তাকে একাধিকবার ধর্ষণও করা হয়। ওই বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি যুবককেও পাকড়াও করেছিল পুলিস।পরবর্তীতে নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর জানা যায়, সে অন্তঃসত্ত্বা। তদন্তে নেমে পুলিস জানতে পারে, মেয়েটি অভিযুক্তের পূর্ব পরিচিত। কোনও ভাবে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। আদালতে মামলা উঠলে মোট ১১ জন সাক্ষ্য দেন। সমস্ত তথ্য-প্রমাণ বিচার করে বিচারক যুবককে দোষী হিসেবে চিহ্নিত করে এবং ২০ বছরের জেল, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুমাসের জেলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে নির্যাতিতা নাবালিকাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।