• রাহুলে নয় মমতায় ভরসা, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ আজহারের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ এপ্রিল ২০২৫
  • বিজেপি-কে রুখতে রাহুল গান্ধীর ওপর ভরসা নেই রাজ্য যুব কংগ্রেসের সভাপতির। বরং তিনি মনে করেন, মমতাই পারেন বিজেপিকে রুখতে। সেজন্য কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগ দিলেন যুব নেতা আজহার মল্লিক। এদিন তৃণমূল ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। এই অনুষ্ঠানে আজহারের সঙ্গে জোড়াফুল শিবিরে যোগ দেন তাঁর অনুগামীরাও।

    সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন আজহার। এরপরই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মর্মে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন।

    জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তৃণমূলে যোগ দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আজহার। চিঠিতে তিনি জানিয়েছিলেন, ‘রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে। আপনার দীর্ঘ দিনের লড়াই এবং আত্মত্যাগ আমাদেরকে লড়াই করার অনুভূতি যোগায়। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনওমতেই সম্ভব নয়।’

    চিঠিতে তিনি বিজেপির উত্থানের পিছনে রাহুল গান্ধীকে দায়ী করে লেখেন, ‘রাহুল গান্ধীর অপকর্ম এবং কংগ্রেসের নিষ্ক্রিয়তা বিজেপির উত্থানের কারণ। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)