• পহেলগাঁওয়ে রক্তপাত! মৃত্যুকে কাছ থেকে দেখে এখনও কাঁপছে মিত্র পরিবার...
    ২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৫
  • প্রদ্যুত্‍ দাস:  পহেলগাঁও থেকে মাত্র ৫ কিমি দূরে ছিলেন। কাশ্মীরে বেড়াতে দিয়ে বরাতজোরে রক্ষা পেলেন জলপাইগুড়ির মিত্র পরিবারের সদস্যরা। ২৫ এপ্রিল পর্যন্ত কাশ্মীরে থাকার কথা ছিল। তবে ট্যুর কাঁটছাঁট করে এখন দিল্লি চলে যাচ্ছেন তাঁরা।

    জলপাইগুড়ি শহরের দেশবন্ধুপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মিত্র। স্ত্রী কেকা, মেয়ে বৃষ্টিকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছেন তিনি। সঙ্গে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুরে পহেলগাঁও থেকে ৫ কিমি দূরে একটি হোটেলে খাওয়াদাওয়া করছিলেন তাঁরা। যেখানে জঙ্গি হামলা হয়েছে, সেই  বৈসরন উপত্যকা উপত্যকায় ঘোড়ায় করে যেতে হয়। টিমের বয়ষ্করা জানিয়ে দেন, তাঁরা যাবেন। তখন ঠিক হয়, কম বয়সীরা যাবেন।

    পহেলগাঁও থেকে বাকিদের সঙ্গে ঘোড়ায় চেপে বৈসরন উপত্যকায় যাওয়ার কথা ছিল বিশ্বজিত্‍ ও কেকারও। কিন্তু ততক্ষণে সেখানে হামলা চালিয়ে জঙ্গিরা। ফলে পর্যটকদের আর হোটেল থেকে আর বেরোতে দেওয়া হয়নি। নিরাপদেই আছেন বিশ্বজিত্‍ ও তাঁর পরিবারের সদস্যরা। আজ, বুধবার কাশ্মীর থেকে ভিডিও করে জানালেন, এলাকায়  এখন কারফিউ চলছে। আতঙ্ক রয়েছে। স্থানীয় হোটেলে কর্মী ও গাড়ির চালক খুব সহযোগিতা করছেন। বিনামূল্য়ে মিলছে পরিষেবা। তবে এই পরিস্থিতিতে আর কাশ্মীরে থাকতে চান না মিত্র পরিবারের সদস্যরা। দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

    'মিনি সুইজ়ারল্যান্ড'। চারিদিকে পাহাড়  ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়  পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা।  বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্য়তিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী!  ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা।

  • Link to this news (২৪ ঘন্টা)