অয়ন ঘোষাল: চলে এল বুধবার বিকেলের আবহাওয়ার খবর। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী বললেন তিনি? বললেন, গরম থাকব চরমে, সঙ্গে থাকবে ঘোরতর অস্বস্তি। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
গরম চরমে থাকবে, সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলায় গরম ও অস্বস্তি। রবিবার থেকে মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা।
আজ পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম মুর্শিদাবাদ-- এই সাত জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে।
বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় তা ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা-সহ বাকি জেলায় গরম ও অস্বস্তি চরমে উঠবে।
শুক্রবারে গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে।
শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ-- এই সাত জেলাতেই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরমে উঠবে।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং-সহ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। খুব হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে, মালদা-সহ তিন জেলায়।
শনিবার পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে রাজ্যের সব জেলাতেই।