• শান্তিপুরে সমবায় ব্যাঙ্কে মিলল প্রাক্তন ম্যানেজারের দেহ, খুনের অভিযোগে আটক ২ কর্মী
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সমবায় ব্যাঙ্কের শৌচালয় থেকে মিলল ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, সহকর্মীরা তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। মৃত ওই ব্যক্তির নাম অসিত বিশ্বাস। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতে। সেই এলাকাতেই ওই মোল্লাবের সমবায় ব্যাঙ্ক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্যামনগরের বাসিন্দা অসিত বিশ্বাস ওই সমবায় ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কাজ করতেন। অভিযোগ, ওই ব্যাঙ্কে কিছুদিন ধরেই টাকা নয়ছয় চলছিল। তাই নিয়ে অপর দুই ব্যাঙ্ককর্মীর সঙ্গে অসিত বিশ্বাসের বাকবিতণ্ডাও হয়। অভিযোগ, কয়েক দিন আগে অসিত বিশ্বাসকে একপ্রকার বল প্রয়োগ করে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ম্যানেজার পদে বসেন অভিযুক্ত অনুপ ওরাং।

    প্রতিদিনের মতো আজ বুধবারও ব্যাঙ্কে গিয়েছিলেন অসিত বিশ্বাস। পরে তাঁর মৃতদেহ ব্যাঙ্কের শৌচালয় থেকে পাওয়া যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা সেখানে ভিড় করেন। খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদেরও। পরিবারের লোকজনও সেখানে পৌঁছে যান। ওই ব্যাঙ্ককর্মীকে ‘খুন’ করা হয়েছে। এমনই অভিযোগ করা হয়। ব্যাঙ্কের অন্য দুই কর্মীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।

    শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুই ব্যাঙ্ককর্মী অনুপ ওরাং এবং শেখর প্রামাণিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অসিত বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাসের অভিযোগ, স্বামীকে চক্রান্ত করে খুন করেছে ওই দুই অভিযুক্ত। দীর্ঘদিন ধরে ব্যাঙ্কের অর্থ নয়ছয় নিয়ে তাঁর স্বামীকে হুমকি দেওয়া হত। এমনকী প্রাণে মারার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। এইসব ঘটনায় অসিত বিশ্বাস মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। গোটা বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)