নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ আত্মীয়ের, ২০ বছরের সাজা শোনাল জলপাইগুড়ি আদালত
প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এলাকারই এক যুবক। সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল জলপাইগুড়ি আদালত। দোষীকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক।
জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের জানুয়ারি মাসের। জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার এক বাসিন্দা ওই নাবালিকাকে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। এক মাস নিখোঁজ ছিল সে। পুলিশ শেষপর্যন্ত তদন্ত চালিয়ে সাফল্য পায়। উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই নাবালিকারই আত্মীয় এক যুবক। জানা যায়, ওই নাবালিকাকে আটকে রেখে দিনের পর দিন শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতনের জন্য ওই নাবালিকা গর্ভবতী হয়ে যায় বলেও খবর।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার পর পকসো ধারায় মামলা রুজু হয়। জলপাইগুড়ি পকসো আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। শুনানি চলাকালীন ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন দোষী ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। এছাড়াও একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। নাবালিকার পরিবারকে পাঁচলক্ষ টাকা আর্থিক সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দও এই কথা জানিয়েছেন।