কাশ্মীর থেকে শহরে ফিরলেন কফিনবন্দি দুই পর্যটক, রাঁচি হয়ে পুরুলিয়ায় ফিরবেন মৃত আইবি আধিকারিক
প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে একরাশ খোলা হাওয়া, চোখ জুড়ানো সৌন্দর্য আর অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ওঁদের। বিমানে চেপে বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে নামলেন বটে তবে কফিনবন্দি হয়ে। তাঁদের দেখে পরিবারের সকলের মুখে হাসি থাকার কথা ছিল, কিন্তু এদেন প্রিয়জনদের কাছে পেয়ে চোখের জলে ভাসল পরিবার। এদিন সন্ধেয় কলকাতায় ফিরল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২ পর্যটকের দেহ। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন কফিনবন্দি বিতান এবং সমীর। অন্যদিকে রাঁচি হয়ে পুরুলিয়ার বাড়ির ফিরবেন আরেক নিহতের দেহ।
এদিন সন্ধেয় দমদম বিমানবন্দরে নামে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ। সেখানে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা পরিবারকে সমস্তরকম সাহায্য করেন। এদিকে বিমানবন্দরের বাইরে উপস্থিত হন বিজেপির শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলেরা। বিতানের স্ত্রীর সোহিনীর সঙ্গেও কথা বলেন। তারপর রাজ্য সরকারের তৈরি রাখা অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ির দিকে রওনা দেয় বিতান ও সমীরের কফিনবন্দি দেহ।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে জেহাদি হামলায় প্রাণ গিয়েছে বাংলার তিন পর্যটকের। এই খবর প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দেন। তাঁর নির্দেশ মতোই এই ব্যবস্থা। এ পর্যন্ত যাঁদের দেহ শনাক্ত করা গিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক ফ্লোরিডায় থাকতেন। ১৬ এপ্রিল স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। পুরুলিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সী মণীশরঞ্জন মিশ্রের মৃত্যুর খবর এসেছে। কর্মসূত্রে আইবি অফিসার মণীশ সপরিবারে হায়দরাবাদে থাকতেন বলে জানা গিয়েছে। আরেকজন নিহত সমীর গুহ। তিনি কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা।