• কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংসদের ঘরে তালা
    আনন্দবাজার | ২৩ এপ্রিল ২০২৫
  • রাজাবাজার সায়েন্স কলেজে সাম্প্রতিক কিছু বিতর্কের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদের ঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ক্যাম্পাসে বহিরাগত তৃণমূল সমর্থকদের আনাগোনা, ছাত্র সংসদের ঘরে তাঁদের মদ্যপান, পড়ুয়াদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া— এমন নানা অভিযোগের সুবিচার চেয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সচিব অমিত রায়কে ঘেরাও করেছিলেন এসএফআই সমর্থক পড়ুয়ারা। বেশি রাত পর্যন্ত সেই ঘেরাও চলে। এর পরেই মঙ্গলবার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, সব ক্যাম্পাসে ছাত্র সংসদের ঘর বন্ধ করে রাখা হবে।

    অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে এই প্রসঙ্গে বলেন, ‘‘সব ক্যাম্পাসেই ইউনিয়ন রুম তালা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন হয় না। বিনা কারণে ইউনিয়ন রুম খুলে রাখা হবে না। ছাত্র সংসদ নির্বাচন হলে আবার ইউনিয়ন রুম খুলে দেওয়া হবে।’’ এ দিনই ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের ঘরে তালা দেওয়া শুরু হয়ে গিয়েছে।

    সোমবার বিজ্ঞান সচিবকে ঘেরাও করে এসএফআই দাবি করেছিল, অবিলম্বে বহিরাগত তৃণমূল কর্মীদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতে কর্তৃপক্ষকে সক্রিয় হতে হবে। ছাত্র সংসদ নির্বাচন যে হেতু বহু বছর ধরে হয় না, তাই ছাত্র সংসদের ঘর বন্ধ করে রাখতে হবে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

    অন্য দিকে, পড়ুয়াদের খুন এবং ধর্ষণের হুমকি, ছাত্র সংসদের ঘরে মদ্যপান-সহ একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার রাজাবাজার সায়েন্স কলেজে প্রতিবাদসভা এবং মিছিল করেন পড়ুয়া, শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মীদের একাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (কুটা) সভাপতি এবং ইলেক্ট্রনিক্স বিভাগের অধ্যাপক সনাতন চট্টোপাধ্যায় বলেন, ‘‘পড়ুয়াদের এই ধরনের হুমকি দেওয়া কখনওই বরদাস্ত করা যায় না। আমরা এর সঠিক বিচার চাই।’’

    যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই গৌরব দত্ত মুস্তাফি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বহিরাগত নন। এই বিশ্ববিদ্যালয়ে এখনও পিএইচ ডি করছেন তিনি। গৌরবের পাল্টা অভিযোগ, এসএফআই পড়ুয়াদেরই বেশির ভাগ বহিরাগত।

    অভিযোগে গৌরব আরও জানিয়েছেন, রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে তাঁর ৪০ হাজার টাকা রয়ে গিয়েছে। সেই অবস্থায় ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। গৌরবের সঙ্গে যে পড়ুয়া ছিলেন, তিনি-সহ পড়ুয়াদের একাংশের তরফে এসএফআইয়ের বিরুদ্ধে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)