• উচ্চশিক্ষায় ফের বৈষম্যমূলক আচরণের অভিযোগ! কেন্দ্রকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য
    আনন্দবাজার | ২৩ এপ্রিল ২০২৫
  • উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের ‘পেয়ার’ (পার্টনারশিপ্‌স ফর অ্যাকাডেমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল রিসার্চ) প্রকল্পে পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই! সেই নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি।

    ‘পেয়ার’ প্রকল্পের মূল উদ্দেশ্য হল গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণামূলক উদ্ভাবনকে উৎসাহিত করা। এই উদ্যোগের মাধ্যমে শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলিকে কম গবেষণা সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে এক সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা হয়। কিন্তু কেন্দ্রের সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং বিজেপিশাসিত রাজ্যগুলির একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

    এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, “পেয়ার প্রোগ্রামের যোগ্যতার মানদণ্ড অনুসারে, আমাদের রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় হাব এবং স্পোক ইনস্টিটিউশন হওয়ার জন্য উপযুক্ত। তা সত্ত্বেও তাদের একটিকেও এই স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যমূলক মনোভাবের তীব্র নিন্দা জানাই।”

    যদিও এই নিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিশেষজ্ঞদের মতে, গবেষণার ক্ষেত্রকে বিকশিত করতে রাজ্য ও কেন্দ্র উভয়ের সমন্বয় প্রয়োজন। এই ধরনের কর্মসূচিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উপেক্ষা করা হলে, সার্বিক উন্নয়নের পথে বড়সড় বাধা সৃষ্টি হতে পারে। তাই কেন্দ্রের তালিকা প্রকাশের পর শুরু হয়েছে জল্পনা।
  • Link to this news (আনন্দবাজার)