বড় আবাসনে অতিথিদের গাড়ি রাখার জন্য পৃথক ব্যবস্থা বাধ্যতামূলক, নতুন বিধি আনছে কলকাতা পুরসভা
আনন্দবাজার | ২৩ এপ্রিল ২০২৫
কলকাতা শহরের নতুন আবাসনগুলিতে এ বার থেকে অতিথিদের গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং-এর জায়গা রাখা বাধ্যতামূলক হতে চলেছে। এমনই এক নতুন বিধি চালু করার পথে কলকাতা পুরসভা। সূত্রের খবর, পাঁচ হাজার বর্গমিটার বা তার বেশি আয়তনের আবাসনে ‘ভিজ়িটর্স পার্কিং স্পেস’ রাখা আবশ্যিক করার প্রস্তাব পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে।
এই নিয়ম কার্যকর করতে সংশোধন করা হবে বিদ্যমান ‘বিল্ডিং রুল ২০০৯’। পুরসভা সূত্রে জানা গিয়েছে, খসড়া সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, ১৫ হাজার বর্গমিটারের বেশি এলাকাযুক্ত এবং কমপক্ষে ১০০টি ফ্ল্যাট থাকা আবাসনকে বড় আবাসন হিসেবে গণ্য করা হবে। সেই সব বড় আবাসনে কমপক্ষে ১০০ বর্গমিটার সাধারণ জায়গা রাখতে হবে, যেখানে অতিথিদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
মুহূর্তে সব শেষ, বুঝতে পারছেন না কী করবেন, ফোনে কেঁদেই চলেছেন পহেলগাঁওয়ে নিহত বেহালার সমীরের স্ত্রী শবরী
এই প্রস্তাব বাস্তবায়নের আগে নির্মাণকারী সংস্থার প্রতিনিধি, স্ট্রাকচারাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, “শহরের পুরনো অনেক আবাসনে নোটিস ঝোলানো থাকে যে, ভিজ়িটরদের গাড়ি রাখা যাবে না। কিছু আবাসনে তো কোনও ব্যবস্থাই নেই। ফলে আত্মীয়-পরিজন গাড়ি নিয়ে এলে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। সেই কারণেই এই নতুন নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
এখনও পর্যন্ত কলকাতা পুরসভার বিধিতে বড় আবাসনের কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। এ বার সেই সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি স্বল্পমূল্যের আবাসনের কথাও যুক্ত করা হচ্ছে সংশোধিত নিয়মে। নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে শহরের আবাসনগুলি আরও পরিকল্পিত ও বাসযোগ্য হবে বলে আশা করছেন পুর কর্তৃপক্ষ।