• পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা ...
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার পহেলগাঁওয়ের ভয়াবহ হামলায় শিউরে উঠছে গোটা দেশ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। তার মধ্যে ৩ জন এরাজ্যের, তেমনটাই জানা গিয়েছে এখনও পর্যন্ত। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিন ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    সাংবাদিকদের  মুখোমুখি হয়ে জানান, তাঁদের দেহ আজই আনা হচ্ছে রাজ্যে। দু’ জনের দেহ আসবে কলকাতা বিমান বন্দরে, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম হাজির থাকবেন সেখানে। নিহতদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলেও জানান তিনি। একজনের দেহ রাঁচি হয়ে পৌঁছে যাবে পুরুলিয়ায়। 

    গোটা ঘটনার কড়া নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘটনার নিন্দা এবং হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেই এদিনের মন্ত্রিসভার বৈঠক শুরু করেছিল রাজ্য সরকার, সেকথাও জানান তিনি। একই সঙ্গে বলেন, ‘সন্ত্রাসবাদ একটা পরিচয়। এদের জাত-ধর্ম হয় না। এদের ক্ষমাও করা যায় না।‘ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।  

    এদিন মমতা জানান, ওখানে ভূমিধসের কারণেও আটকে পড়েছেন ২৬ জন।  তবে তাঁরা সুরক্ষিত রয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  উল্লেখ্য, এদিন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখা করেন মুকুল রায়ের সঙ্গেও।
  • Link to this news (আজকাল)