আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতীদের গুলিতে আহত সিআইএসএফ কর্মীর মৃত্যু হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ান পুর ফাঁড়ির বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডোমদোহার উপর ডাঙ্গা এলাকায়।
আহত ব্যক্তির নাম সুনীল পাসওয়ান। বয়স ৪৫। ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা তিনি। জানা গিয়েছে ওই সিআইএসএফ কর্মী নিজের কেনা জায়গা দেখার জন্য রুপনারায়নপুর গিয়েছিলেন। সেখানেই কেউ বা কারা তাঁর মাথায় গুলি করে চম্পট দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি বাইক,মাটিতে পড়ে থাকা রক্ত ও কিছু মদের বোতল উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে হাজির হন পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত অবস্থায় সিআইএসএফ কর্মীকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা গুলি চালাল? কারণই বা কী? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।