সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, বৃহস্পতিবার খুলছে মাদারিহাট ব্লকের বন্ধ ঢেকলাপাড়া চা বাগান। ঠিক এই আবহেই মাদারিহাটের আরএকটি বন্ধ চা বাগান রামঝোরা খুলতে বুধবার ত্রিপাক্ষিক বৈঠক করল শ্রমদপ্তর। এদিনের বৈঠক ফলপ্রসূ না হলেও বন্ধ রামঝোরা খুলতে সামনের সপ্তাহে দিন তারিখ দেখে ফের বৈঠক ডাকছে শ্রমদপ্তর।
এদিন শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের অফিসে রামঝোরা নিয়ে এই বৈঠক হয়। বুধবারের বৈঠকে শ্রমদপ্তর ছাড়াও রামঝোরার মালিকপক্ষ, তৃণমূল, বিজেপি ও এসইউসি’র চা শ্রমিক ইউনিয়নের নেতারা হাজির ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরাও।
বৈঠকের পর শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, রামঝোরা খুলতে এর আগে ছ’বার বৈঠক ডাকা হয়েছিল। মালিকপক্ষ কোনও বৈঠকেই হাজির হয়নি। কিন্তু বুধবারের বৈঠকে মালিকপক্ষ তাঁদের প্রতিনিধি পাঠিয়েছিল। বুধবার বৈঠকে বাগান খোলার দিন স্থির না হলেও বৈঠক ইতিবাচক হয়েছে। সেই জন্য সামনের সপ্তাহে ফের বৈঠক ডাকা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর বোনাস নিয়ে শ্রমিকদের অসন্তোষের জেরে বন্ধ হয়েছিল রামঝোরা বাগান। বাগানটিতে শ্রমিক ১১০৩ জন। এদিন বাগান খোলার জন্য মালিকপক্ষ যে প্রস্তাব দেয় তা পছন্দ হয়নি কারও পক্ষেই। সেই জন্যই সামনের সপ্তাহে ফের বৈঠক ডাকছে শ্রমদপ্তর।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, মালিকপক্ষের বুধবারের প্রস্তাবে আমরা রাজি হতে পারিনি। সেই জন্য মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া মজুরি ও বকেয়া পুজোর বোনাস নিয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া নিয়ে পরের বৈঠকে তাঁদের স্পষ্ট প্রস্তাব নিয়ে আসবে।
এর আগে ছ’টি বৈঠকে হাজির হয়নি মালিকপক্ষ। বুধবারের বৈঠকে হাজির হলেও সামনের সপ্তাহে ডাকা বৈঠকেও যদি না আসে মালিকপক্ষ সেক্ষেত্রে রাজ্য সরকারের এসওপি বলে রামঝোরা বাগানের লিজ বাতিল করতে পারে শ্রমদপ্তর। এমন ইঙ্গিত দিয়েছে শ্রমদপ্তর। লিজ বাতিল করে নতুন মালিককে রামঝোরার দায়িত্ব দেওয়া হতে পারে। শ্রমিক সংগঠনগুলিও সেই চাপ রাখছে শ্রমদপ্তরের উপর।