• রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে ছ’দিন মহানাম যজ্ঞ, পদাবলী সংকীর্তন
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
  • মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বুধবার থেকে পুরাতন মালদহ শহরের বুলবুলচণ্ডী মোড়ে রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে ৬ দিন মহানাম যজ্ঞ ও পদাবলী সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। তবে উৎসব শেষ হবে ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ৬৪ মহন্তের ভোগ আরাধনা ও ধুলোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথম দিন নামকীর্তন শুনতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা, কমিটির সভাপতি তথা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম ঘোষ সহ অন্যরা। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, ৬ দিন উৎসব হবে। এর মধ্যে তিনদিন নামকীর্তন, পরের তিনদিন পদাবলী কীর্তন হবে। কীর্তন পরিবেশন করবেন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সুনামধন্য শিল্পীরা। পুরাতন মালদহ শহরে লোকসংস্কৃতির ধারা এগিয়ে নিয়ে যেতে পাঁচ দশক আগে স্থানীয় মন্দিরের উদ্যোগে কীর্তনের সূচনা করা হয়। ধাপে ধাপে স্থানীয় কমিটি এবং ভক্তদের উদ্যোগে সেখানে মন্দির নির্মাণ হয়েছে। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, আমাদের শহরের ঐতিহ্য এই কীর্তন। নিয়মিত রাধা গোবিন্দ, নিতাই , গৌর, জগন্নাথ দেবের পুজো এবং সেবা দেওয়া হয়। এছাড়াও  রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাঅষ্টমী, অন্নকূট সহ বিভিন্ন অনুষ্ঠান ধুমধাম করে পালন করা হয়। এবার কীর্তনের ৫৪ তম বর্ষ। মন্দিরের যুগ্ম সম্পাদক অজয় হালদার এবং শ্যামল ঘোষের কথায়, আমাদের এবার ৫৪ তম বর্ষ। ৬ দিনের কীর্তন অনুষ্ঠানে কয়েক দিন প্রচুর ভক্তের সমাগম হয়। ২৯ এপ্রিল ৬৪ মহন্তের ভোগ রয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)