নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি এসএফ রোডে হিন্দি হাইস্কুলের মাঠে ‘বৈশাখী মেলা’ আয়োজনের বিরোধিতা করে সরব হলেন স্কুলের বর্তমান ছাত্র ও প্রাক্তন পড়ুয়ারা। কোনওভাবেই স্কুলের মাঠে মেলা হতে দেওয়া যাবে না, এই দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও জানিয়েছেন, কোনওভাবেই হিন্দি হাইস্কুলের মাঠে বৈশাখী মেলার অনুমতি দেওয়া হবে না।
এ বছরের বৈশাখী মেলা হিন্দি হাইস্কুলের মাঠে হতে যাচ্ছে। এরমধ্যেই মেলা শুরু হওয়ার কথা। আর এ খবর ছড়িয়ে পড়তেই স্কুলের মাঠে মেলার আয়োজনের বিরোধিতা করে বুধবার চলে বিক্ষোভ। এদিন বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা মিছিল করেন। এরপর স্কুলের গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ,শিলিগুড়ি হিন্দি হাইস্কুলকে ব্যবসার জন্য ব্যবহার করতে চাইছে কর্তৃপক্ষ। স্কুলের মাঠকে ব্যবসায়িক ভাবে ক্রিকেট খেলা, মেলা অথবা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। মোটা টাকার বিনিময়ে মেলা বা ক্রিকেট খেলার জন্য ভাড়া দেওয়া হচ্ছে মাঠটি। যার ফলে স্কুলে শিক্ষার মান কমছে। পড়ুয়ারা খেলাধুলো করতে পারছে না। এই কারণে স্কুলের ছাত্রের সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে। তাঁরা জানান, হিন্দিভাষী ছাত্রদের বিকাশের জন্য তৈরি হওয়া এই স্কুলের মাঠকে কোনওভাবেই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হতে দেওয়া হবে না। মেলা আটকাতে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের জানানো হবে।
যদিও মেলা উদ্যোক্তারা শিলিগুড়ি পুরসভার কাছে অনুমোদনের জন্য কোনও চিঠি দেয়নি বলে দাবি করেছেন মেয়র গৌতম দেব। বরং তিনি উদ্যোক্তা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। এমনকী শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের সঙ্গেও আলোচনা করেন। মেয়র বলেন,শহরের ওই জায়গায় মেলা হলে ট্রাফিক ব্যবস্থা সহ একাধিক সমস্যা হতে পারে। তাই কোনওভাবতেই সেখানে মেলা করার অনুমতি দেওয়া হবে না।
অন্যদিকে, স্কুল পরিচালন সমিতির সদস্য সীতারাম ডালমিয়া বলেন, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য কাজ করছে। এর আগে মেলা বর্ধমান রোডে হতো। সেখানে কোনও সমস্যা হওয়ায় মেলা আয়োজকরা আমাদের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছিল। আমরা তাদের অনুমতি দিয়েছি। হিন্দি হাইস্কুলের মাঠে মেলার প্রস্তুতি। - নিজস্ব চিত্র।