নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কমিশন বৃদ্ধির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামছেন রেশন ডিলাররা। জেলায় জেলায় বৈঠক করে প্রস্তুতি চলছে। জলপাইগুড়িতেও আন্দোলনের প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন জেলার রেশন ডিলাররা।
তাঁদের বৈঠকে উপস্থিত ছিলেন এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক হাজি হাসানউল্লা লস্কর। তিনি জানিয়েছেন, ডিলারদের কমিশন বৃদ্ধি, রেশনে সরবরাহের জন্য আসা আটার মেয়াদ বাড়ানো, সার্ভার সমস্যা সহ ১৮ দফা দাবিতে ২৮ এপ্রিল রাজ্যের প্রতিটি জেলায় জেলা খাদ্য নিয়ামকের কাছে ডেপুটেশন দেওয়া হবে। ওই দাবিগুলি নিয়ে তাঁরা ৩০ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব ও খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
রেশন ডিলাররা বর্তমানে প্রতি কুইন্টাল রেশন সামগ্রী বণ্টনের জন্য ৯৫ টাকা কমিশন পান। দুয়ারে রেশনের ক্ষেত্রে ওই কমিশন ১৭৫ টাকা। দু’টি ক্ষেত্রেই এই কমিশন বৃদ্ধির দাবি তোলা হয়েছে।
ডিলারদের দাবি, দুয়ারে রেশন দেওয়ার ক্ষেত্রে কুইন্টাল পিছু ৩০০ টাকা কমিশন দিতে হবে। ডিলারের দোকান থেকে রেশন বণ্টনের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ওই কমিশন ৯৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করতে হবে। তাছাড়া রেশনে সরবরাহের জন্য যে আটা আসে, তার মেয়াদ থাকে একমাস টাকা। কিন্তু প্রতিমাসে আসা সব আটা বণ্টন সম্ভব হয় না। সেক্ষেত্রে যে আটা থেকে যাচ্ছে, তা পরের মাসে দেওয়ার সময় তার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। তখন ওই আটা আর বণ্টন করা যাচ্ছে না। অথচ বণ্টন না হওয়া আটার জন্য ডিলারের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। একারণে রেশনে সরবরাহের জন্য যে আটা আসছে, তার মেয়াদ যাতে একমাস থেকে বাড়িয়ে দেড়মাস করা হয়, সেই দাবি তোলা হয়েছে।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, সার্ভার সমস্যার কারণে দুয়ারে রেশন দিতে গিয়ে ডিলারদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের হেনস্তার শিকার হচ্ছেন ডিলাররা। এ বিষয়টি নিয়েও রাজ্যের সঙ্গে কথা বলছি আমরা।