সাত ঘণ্টায় ভালভ মেরামত, শিলিগুড়ির ১১টি ওয়ার্ডের জল সরবরাহ স্বাভাবিক
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় সাত ঘণ্টার লড়াই। তাতে পাম্প হাউসের ভালভ মেরামত। তাই বুধবার শিলিগুড়ি শহরের জল সরবরাহ স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত। তিনি বলেন, অনেক জায়গায় ট্যাঙ্ক ও জলে পাউচ পাঠিয়েও কোনও লাভ হয়নি। নাগরিকরা নলবাহী জলই নিয়েছেন। শহরের ঝঙ্কার মোড়ে পাম্প হাউসের ভালভ বিকল হয়ে যায়। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ সেই ভালভ মেরামতি শুরু হয়। এজন্য এদিন বিকেলে শহরের ১৫ থেকে ২৪ এবং ২৯ এই ১১টি ওয়ার্ডে জল সরবরাহ ব্যহত হতে পারে বলে ঘোষণা করা হয়। কিন্তু, নির্ধারিত সময়ের আগে ভালভ মেরামত হওয়ায় জল সরবরাহ ব্যহত হয়নি। এদিন বিকেলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে পরিষেবা স্বাভাবিক ছিল বলে পুরসভা দাবি।
জল বিভাগের মেয়র পারিষদ সদস্য বলেন, মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত ভালভ মেরামোতির কাজ চলবে। কিন্তু, যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১২টার মধ্যে ওই মেরামতি শেষ হয়। তাই জল সরবরাহ ব্যহত হয়নি। তবে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে এদিন সকালে জলের ট্যাঙ্ক ও পাউস পাঠানো হয়। সেগুলিও ব্যবহার হয়নি। প্রচুর পাউচ ওয়ার্ড থেকে ফিরে এসেছে।