কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে শতাব্দী প্রাচীন বটগাছের তথ্য
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, তপন: কিউআর কোড স্ক্যান করলে জানা যাবে শতাব্দী প্রাচীন বটগাছের তথ্য। এজন্য ডিজিটাল ডাটাবেস তৈরি হচ্ছে। তপন হাইস্কুল চত্বরে রয়েছে শতাব্দী প্রাচীন বটগাছ। এই গাছের কোলে স্কুলটির জন্ম। সেখানকার পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে প্রযুক্তির ছোঁয়ায় নতুন পরিচিতি পেতে চলেছে গাছটি। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে বটগাছটির জন্য ডিজিটাল ডাটাবেস তৈরি হচ্ছে। যার বিস্তারিত তথ্য জানা যাবে গাছে ঝোলানো কিউআর কোড স্ক্যান করলে। বিদ্যালয়ের টিআইসি আব্দুল মৌদুদ বলেন, এর মাধ্যমে আমরা পরিবেশ চেতনা, ঐতিহ্য সংরক্ষণ ও প্রযুক্তির ব্যবহারের এক অনন্য সমন্বয় ঘটাতে চাইছি। আশা করছি, এই উদ্যোগ আগামী প্রজন্মের কাছে পরিবেশের গুরুত্ব ও বিদ্যালয়ের শিকড় সম্পর্কে একটি গভীর বার্তা পৌঁছে দেবে। বিদ্যালয় সূত্রে খবর, বটগাছটির ঐতিহাসিকতা, পরিবেশগত গুরুত্ব, স্থানীয় জনজীবনের সঙ্গে তার সম্পর্ক এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণ– এই সব তথ্য একত্র করে তৈরি করা হচ্ছে ডিজিটাল তথ্য ভাণ্ডার। যে কোনও ব্যক্তি, ছাত্রছাত্রী, অভিভাবক বা এলাকাবাসী এই গাছ সম্পর্কিত তথ্য বিদ্যালয়ের কাছে তাদের পরিচয় সহ জমা দিতে পারবেন। এই তথ্যসমূহের ভিত্তিতে তৈরি করা হবে একটি কিউআর কোড। কেউ মোবাইল দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলেই বটগাছ সংক্রান্ত নানা তথ্য, ইতিহাস ও স্মৃতিচিত্র দেখতে পাবেন।