• কাশ্মীরে আটকে আরামবাগের ২১ পর্যটক, রয়েছে দুই শিশুও
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় প্রাণ গিয়েছে বহু পর্যটকের। এই পরিস্থিতিতে ভূস্বর্গে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের ২১ জন পর্যটক। তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আপাতত সকলেই হোটেলে আটকে রয়েছেন। আতঙ্কিত তাঁরা। পরিবারের সদস্যরাও চরম উদ্বেগে রয়েছেন। ওই পর্যটকরা জানান, ঘটনার পর ভূস্বর্গ কার্যত বন্ধের চেহারা নিয়েছে। বাজার, দোকান সবই বুধবার বন্ধ রয়েছে। হুড খোলা গাড়িতে সেনা টহল দিচ্ছে। 

    গত ১৯ এপ্রিল আরামবাগ শহরের তালার পাড়, দৌলতপুর, আন্দি মহল, পাওয়ার হাউস গলি সহ বিভিন্ন জায়গার বাসিন্দাদের একটি দল কাশ্মীরে বেড়াতে যায়। সকলেই বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন। ভ্রমণ সম্পূর্ণ করে আগামী ২৯ এপ্রিল সেখান থেকে তাদের ট্রেনে ফেরার টিকিট করা রয়েছে। আগামী ১ মে তাঁদের হাওড়ায় ফেরার কথা। কিন্তু, তার আগে জঙ্গি হানার জেরে তাঁদের সেখানে ট্যুর কার্যত স্থগিত হয়ে গিয়েছে। তাঁরা আতঙ্কিত হয়ে রয়েছেন। এদিন সন্ধ্যায় কাশ্মীরের কাটরা থেকে ফোনে আরামবাগের বাসিন্দা প্রভাত মণ্ডল বলেন, সকালে আমরা কাটরা থেকে শ্রীনগর রওনা দিই। প্রথম ২০ কিলোমিটার যাওয়ার পর পুলিস চেক পোস্টে প্রায় দু’ঘণ্টা আটকে ছিলাম। পরে যাওয়ার ছাড়পত্র মিললেও শ্রীনগর পৌঁছনো যায়নি। মাঝপথে রাস্তা অবরোধ থাকায় ফের কাটরার হোটেলে ফিরতে হয়েছে। এদিন এখানে প্রায় সব বাজারই বন্ধ রয়েছে। সেনার টহল চলছে। সব্জি না মেলায় সিদ্ধ ভাত খেয়েছি সবাই। আরামবাগের ওই পর্যটক দলের পহেলগাঁও সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে যাওয়ার কথা ছিল। কিন্তু, এখনকার পরিস্থিতির জেরে তা বানচাল হতে পারে। পর্যটক দলে থাকা এক মহিলা সেজিনা বেগম বলেন, এখানে আপাতত কোনও অসুবিধা নেই। কিন্তু, খুবই ভয় হচ্ছে। বাড়িতে সবাই চিন্তা করছে। তাই সফর কাঁটছাট করার কথাই ভাবা হচ্ছে। 

    আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, প্রশাসনের বিভিন্নস্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কাশ্মীরে আরামবাগের কেউ আটকে রয়েছেন কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)