নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সমবায় ব্যাঙ্কের শৌচালয় থেকে সদ্য ম্যানেজার পদ থেকে অপসারিত ব্যাঙ্ককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শান্তিপুরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অসিত বিশ্বাস(৪৩)। তাঁর বাড়ি শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। বুধবার শান্তিপুরের মোল্লাবেড় এলাকায় ওই ব্যাঙ্ক থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস শৌচালয় থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করে। ঘটনায় মৃতের সহকর্মীদের একাংশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যাঙ্ক কর্মীকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসিতবাবু মোল্লাবেড় সমবায় ব্যাঙ্কের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়। অভিযোগ ওঠে আর্থিক তছরুপের। এরপর বুধবার হঠাৎই ওই ব্যাঙ্কের পিছনের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শৌচালয়ের ভিতরে জামা-কাপড় ঝোলানোর হুক থেকে গলায় গামছার ফাঁস দেওয়া তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ব্যাঙ্কের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি শান্তিপুর থানায় খবর দেন। পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। দেহ উদ্ধার হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়দের একাংশ। পুলিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃতের পরিবারের দাবি, অসিতবাবুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এনিয়ে থানায় অভিযোগও জানিয়েছে পরিবারের লোকজন। মৃতের ভাইঝি সুস্মিতা বিশ্বাস বলেন, কাকাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছিল। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে।