কাশ্মীরে আটকে কোলাঘাটের শতাধিক পর্যটক, উদ্বিগ্ন পরিবার
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কোলাঘাটের একশোর বেশি পর্যটক কাশ্মীরে আটকে পড়েছেন। তাঁদের অনেকের গন্তব্যস্থল ছিল পহেলগাঁও। ভূস্বর্গের সৌন্দর্য দেখতে গিয়ে বিপদে পড়েছেন পর্যটকরা। কাশ্মীর থেকে তাঁদের সরানো হচ্ছে। পরিবারের লোকজন তীব্র উৎকণ্ঠায় রয়েছেন। বাড়ি ফেরার টিকিট কারোর তিন দিন, কারোর আবার চারদিন পর। অনেকে আবার এই অবস্থায় বেশি টাকা খরচ করে প্লেনের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন। জঙ্গি হামলায় তাঁরা সকলেই বিপদে পড়েছেন।
কোলাঘাট গার্লস হাইস্কুলের শিক্ষিকা দেবলীনা রাজপণ্ডিত বন্দ্যোপাধ্যায় ১৫ এপ্রিল সপরিবারে কাশ্মীরে পৌঁছেছেন। মঙ্গলবার তাঁরা পহেলগাঁওয়ে যান। সেখানে থাকাকালীন জানতে পারেন, পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় অনেকেই প্রাণ হারিয়েছেন। ওই ঘটনার পরই সেনাবাহিনীর তৎপরতা কয়েক গুণ বেড়েছে। চারদিন বাদে তাঁদের কোলাঘাটে ফেরার কথা ছিল। সেইমতো ট্রেনের টিকিট কাটা ছিল। কিন্তু, জঙ্গি হামলায় সব উলটপালট হয়ে গিয়েছে। বুধবারই তাঁরা শ্রীনগরে পৌঁছে যান। সেখান থেকে ফেরার জন্য অনেক বেশি টাকা খরচ করে প্লেনের টিকিট কেটেছেন। চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের লোকজন।
কোলাঘাটের রকি দিণ্ডা একজন ট্যুর অপারেটর। এখানকার ৩০জন বাসিন্দাকে নিয়ে মঙ্গলবারই পহেলগাঁও পৌঁছন। জঙ্গি হানার পর প্রত্যেককে ওই স্থান ছাড়তে হয়েছে। বুধবার ভোর থেকেই সকলে জম্মু আসতে শুরু করেছেন। এতজনকে নিয়ে কোথায় থাকবেন, কী করবেন, তা নিয়ে অথৈ জলে পড়েছেন ওই ট্যুর অপারেটর। রকির মতো কোলাঘাট থেকে তিনটি ভ্রমণ গাইড সংস্থা মোট ৯৮জনকে নিয়ে কাশ্মীরে গিয়ে বিপাকে পড়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরও বেশ কয়েকজন ভূস্বর্গে গিয়ে বিপাকে পড়েছেন।
কোলাঘাটের বাসিন্দা তথা ট্যুর গাইড অসীম দাস বলেন, এই সময় কাশ্মীরে প্রচুর সংখ্যক পর্যটক যান। আমাদের এখান থেকে তিনজন ট্যুর অপারেটর ৯৮জন পর্যটককে নিয়ে কাশ্মীরে রয়েছেন। এছাড়াও বেশ কিছু পর্যটক নিজেদের উদ্যোগে গিয়েছেন। তাঁরাও সমস্যায় পড়েছেন। আমরা যতটা সম্ভব তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন কোলাঘাটের পর্যটকরা।