• ডিরেক্টর নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে তৃণমূলের ব্লক ও অঞ্চল সভাপতি
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে কাঁথিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন তৃণমূলের ব্লক ও অঞ্চল সভাপতি। বুধবার মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য ছিল। ১৩টি আসনে মোট ১৪টি মনোনয়ন জমা পড়েছে। কাঁথি-৩ কেন্দ্রে একটি আসনের জন্য দু’জন মনোনয়ন জমা করেছেন। ওই আসনে কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি এবং দুরমুঠ অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল দাস মনোনয়ন জমা করেছেন। দলের পক্ষ থেকে ব্লক সভাপতির প্রার্থীপদে সিলমোহর দেওয়া হয়েছে। কিন্তু, দলেরই একটা গোষ্ঠীর সমর্থনে তাঁর বিপক্ষে প্রার্থী হয়েছেন শ্যামল। দেশপ্রাণ এবং রামননগর-১ ব্লক থেকে নির্বাচিত দু’জন ডেলিগেট তাঁর প্রার্থীপদে প্রস্তাবক হয়েছেন বলে জানা গিয়েছে।

    কন্টাই কৃষি সমবায় ব্যাঙ্কে মোট ১৩ জন ডিরেক্টর নির্বাচিত হবেন। মঙ্গলবার ওই ১৩টি আসনের জন্য মোট ২০ জন মনোনয়ন তুলেছিলেন। যদিও দলের হস্তক্ষেপে এদিন ছ’জন মনোনয়ন জমা করেননি। যে কারণে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। স্ক্রটিনির পরই তাঁদের ডিরেক্টর ঘোষণা করে সার্টিফিকেট দেওয়া হবে। মঙ্গলবার কাঁথি-৩ কেন্দ্র থেকে দু’টি মনোনয়নপত্র তোলা হয়েছিল। তৃণমূলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি ডিরেক্টর পদের জন্য মনোনয়ন তুলেছিলেন। বুধবার শ্যামল দাসের কাছে মনোনয়ন জমা না করার বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু, তিনি দলের নির্দেশ উপেক্ষা করে মনোনয়ন জমা করেছেন। 

    দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসবেন। তারআগে কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর পদে প্রার্থী বাছাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। মঙ্গলবার পর্যন্ত ১৩টির মধ্যে ন’টি জায়গায় প্রার্থী নিয়ে ঐক্যমতে পৌঁছনো সম্ভব নয়। চারটি জায়গায় একাধিক দাবিদার ছিল। যেকারণে ওই চার জায়গা থেকে বাড়তি সাতটি মনোনয়ন তোলার ঘটনা ঘটেছিল। বুধবারের মধ্যে আরও তিনটি জায়গায় ডিরেক্টর পদ নিয়ে ঝামেলা মিটিয়ে নেয় শাসক দল। কিন্তু, কাঁথি-৩ কেন্দ্রে এই প্রার্থী নিয়ে এক জায়গায় পৌঁছনো সম্ভব হয়নি। তাই ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি দু’জনে মনোনয়ন জমা করেছেন।

    দুরমুঠ অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল দাস বলেন, আমাকে দল থেকেই প্রার্থী হওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছিল। তাই আমি প্রার্থী হয়েছি। ব্লক সভাপতি নন্দবাবুকে প্রার্থী হতে কারা নির্দেশ দিয়েছে জানা নেই। কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি বলেন, দলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী এবং জেলা সভাপতি পীযূষবাবু সকলের সঙ্গে আলাপ আলোচনা করে প্রার্থী তালিকা তৈরি করেছেন। তাতে কাঁথি-৩ কেন্দ্র থেকে আমার নাম রয়েছে। যদিও শ্যামল দাস দলের নির্দেশ উপেক্ষা করে মনোনয়ন জমা করেছেন।  জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, ১৩টির মধ্যে ১২টি জায়গায় আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর হওয়ার পথে। কাঁথি-৩ কেন্দ্রে দু’জন মনোনয়ন জমা করেছেন। আমরা ২৫ তারিখের মধ্যে এটা সমাধান করে নেব বলে আশা করছি।
  • Link to this news (বর্তমান)