শান্তিনিকেতনে যুবককে পিটিয়ে মারার ঘটনায় পুলিসের জালে ৪
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন থানার কলহরপুরে ছাগল চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেল পুলিস। সোমবার রাতে গণপিটুনিতে শেখ শাহজাহান(২৮) নামে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিস। আলবাঁধা-সর্পলেহনা পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলহরপুরে প্রায়শই ছাগল চুরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাই চুরি আটকাতে রাত পাহারা চলছিল। বাসিন্দারা দুষ্কৃতীদের ধরতে তক্কেতক্কে ছিলেন। সোমবার রাতে তিনজন বাইকে করে কলহরপুর গ্রামে ছাগল চুরি করতে আসে বলে অভিযোগ। গ্রামবাসীরা সজাগ থাকায় তাদের পিছু ধাওয়া করে। দু’জন পালিয়ে গেলেও শাহজাহানকে ধরে ফেলে। এরপর উত্তেজিত বাসিন্দারা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যদিও শাহজাহানের কাকা শেখ ইব্রাহিম জানান, তাঁর ভাইপো চুরির সঙ্গে যুক্ত নয়। পারিবারিক অশান্তির জেরে রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন।
মঙ্গলবার আলবাঁধা-সর্পলেহনা পঞ্চায়েতের সর্বানন্দপুর, কলহরপুর, দেবানন্দপুরে তল্লাশি চালায় পুলিস। সেখানেই চারজনকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী ফিরোজ পাল বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলার রুজু করা হয়েছে। পুলিস জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের হেফাজতে চায়। বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।