• আউশগ্রামে বিডিও অফিসে দাদাগিরি, খুনের হুমকি, তৃণমূল নেতা সহ ধৃত ৩
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামে বিডিও অফিসে দলবল নিয়ে ঢুকে দাদাগিরি, মারধর, খুনের হুমকির অভিযোগে তৃণমূল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম অরূপ মির্ধা, আব্দুর সুকুর শেখ ও আসারুল হক মণ্ডল ওরফে হীরা। অরূপের বাড়ি ভাল্কি গ্রামে। তিনি ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি। সুকুর ভূয়েরা গ্রামে থাকে। হীরার বাড়ি পুবার গ্রামে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। 

    প্রসঙ্গত, মঙ্গলবার আউশগ্রাম-২ বিডিও চিন্ময় দাসের চেম্বারে বসেছিলেন ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাদিরুল সহ বেশ কয়েকজন। তাঁরা অফিসের কিছু কাজ নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করছিলেন। সেইসময় ব্লকের প্রাক্তন তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপবাবু কয়েকজন অনুগামীকে নিয়ে ঢুকে পড়েন। তাঁরা উত্তেজিত হয়ে বিডিওর সঙ্গে কথা বলতে শুরু করেন। সেখানে ছিলেন আউশগ্রাম-২ যুব তৃণমূল নেতা সুমন ঘোষও। অভিযোগ, বিডিওর চেম্বারের মধ্যেই উপপ্রধান শেখ সাদিরুলকে মারধর করা হয়। অরূপ বিডিওকে ‘মেরে চামড়া খুলে নেব’ বলে হুমকি দেন। হুমকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। বিডিও অফিসের অন্যান্য অফিসার ও কর্মীরা তটস্থ হয়ে পড়েন। তারপরই বিডিও আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ জানান। 

    পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, আমাদের দল কাউকে গালিগালাজ করার ও হুমকি দেওয়ার ঘটনায় প্রশ্রয় দেয় না। কিন্তু অরূপ মির্ধা এসবের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তাই তাঁকে পুলিস গ্রেপ্তার করেছে। আমি রাজ্য নেতৃত্বকে সব জানিয়েছি। 

    ধৃত তৃণমূল নেতা অরূপের বিরুদ্ধে এর আগেও দাদাগিরির অভিযোগ উঠেছে। এমনকী, পুলিসকে হুমকি দিতেও দেখা গিয়েছে। কয়েকদিন আগে দলের ব্লক সভাপতিকে থানায় পুলিসের সামনেই হুমকি দেন বলে অভিযোগ। বুধবার আদালতে যাওয়ার সময় অরূপ বলেন, আমার উপর অনুব্রত মণ্ডল, বিধায়ক অভেদানন্দ থাণ্ডার আছেন। যদিও আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, কেউ দোষ করলে আইন আইনের পথে চলবে।
  • Link to this news (বর্তমান)