নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবার নয়। শেষ ১০ দিন ধরে ‘বড়দের খেলা’র অছিলায় দুই খুদে ভাই-বোনের উপর একটানা নির্যাতন চালাচ্ছিল অভিযুক্ত কিশোর। দুই নির্যাতিতের সঙ্গে কথা বলে এমনই চাঞ্চল্যকর বয়ান পেল মুচিপাড়া থানার পুলিস। লাগাতার নির্যাতনের জেরে দুই শিশুই পায়ুদ্বারে তীব্র যন্ত্রণা অনুভব করে। মঙ্গলবার রাতভর থানায় অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেখানে অভিযুক্তও বিষয়টি স্বীকার করেছে বলে পুলিস সূত্রে খবর। বুধবার বিশেষ পকসো আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। বিচারক ২৯ এপ্রিল পর্যন্ত ধৃতের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন তদন্তকারীদের তরফে নির্যাতিত দুই শিশুর মেডিকোলিগ্যাল পরীক্ষা ও গোপন জবানবন্দির আর্জি পেশ করা হয়। আদালত সূত্রে খবর, এই দুই আর্জি মঞ্জুর করেছেন বিচারক।