নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: তিন মাসের বেতন বকেয়া। এজন্য জেটিয়া হাসপাতালে ব্লক স্বাস্থ্য অধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। ১২০ জন আশা কর্মী এদিন দিনভর বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ দেখান। ওই কর্মীদের অভিযোগ, তিন মাস ধরে বেতন বকেয়া থাকায় তাঁদের খুব অসুবিধায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে ব্লক স্বাস্থ্য আধিকাকিককে ঘেরাও করা হয়েছে। বিষয়টি জেলা স্বাস্থ্য অধিকর্তাকে জানানো হয়েছে। বকেয়া বেতন দেওয়ার দাবি ছাড়াও চলতি মাসের বেতন দেওয়ার ও দাবি জানিয়েছেন তারা। কর্তৃপক্ষের গাফিলতিতেই ওই আশা কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে তাদের অভিযোগ। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন বেতন বকেয়া রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।