মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর পোস্ট, অভিযুক্ত শিক্ষিকা
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। এনিয়ে শিক্ষিকার নামে থানায় অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনাটি ঘটেছে বাগদায়। বাগদা ব্লক যুব তৃণমূল সভাপতি কিঙ্কর মণ্ডলের দাবি, কুরুলিয়া স্কুলের শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করেছেন। এতে শান্তি বিঘ্নিত হতে পারে। শিক্ষিকা ওই পোস্টে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশ্লীল শব্দও ব্যবহার করেছেন। এটা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করেছে । তাই আমি ওই শিক্ষিকার নামে থানায় অভিযোগ করেছি। তবে শিক্ষিকার কোনও বক্তব্য পাওয়া যায়নি।