গলা নকল করে বিদেশি নাগরিকদের প্রতারণা, গ্রেপ্তার ৭
বর্তমান | ২৪ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলার স্বর নকল করে বিদেশি প্রবীণ নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার কথা বলে প্রতারণা চালাচ্ছিল চক্রটি। বিষয়টি নিয়ে কলকাতা পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস মঙ্গলবার বেহালার রায় বাহাদুর রোডে বেআইনি কল সেন্টার থেকে ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, হার্ড ডিস্ক, কম্পিউটার, একাধিক সিমকার্ড প্রভৃতি। বুধবার ধৃতদের সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
Link to this news (বর্তমান)